SEE THIS POST

Thursday, April 30, 2015

SEO Tutorial Bangla:10

Google webmaster Tools–Sitelink Tutorial এরপরের লিংক হচ্ছে সাইটলিংক (Sitelinks).সাইটলিংক হচ্ছে সাইটের ভিতরের পেজসমূহের লিংক। গুগলে যদি webcoachbd লিখে এন্টার দেন তাহলে নিচের মত দেখাবে এখানে সাইটলিংক হচ্ছে “HTML Tutorial” “প্রজেক্ট” “জুমলা টিউটোরিয়াল” এই লিংকগুলি নিচে আরও আছে পুরো ছবি দেইনি।।গুগল এটা অটোমেটিক তৈরী করে থাকে যে সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন ভাল হয় সাধারনত সেসব সাইটের সাইটলিংক দেখায়।আপনি ইচ্ছে করলে সাইটলিংক ব্লক করে দিতে পারেন যেমন আমি কয়েকটা লিংককে ব্লক করেছি।তাহলে ঐ লিংক টি আর সাইট লিংক হিসেবে দেখাবেনা।যে লিংকটি ব্লক করতে চান সেই লিংকটি Demote this sitelink URL এই বক্সে লিখে দিতে হবে (উপরের ছবিতে দেখুন এই বক্সটি আছে)।এর উপরে আরও একটি বক্স আছে সেখানে সাইটলিংকগুলি যে শব্দ লিখলে আসে সেই লিংক বা শব্দটি দিতে হবে। এরপরের লিংক Change of address ধরুন আপনার www.mcqacademy.com নামে একটা সাইট আছে এখন আপনি চাচ্ছেন এটা পরিবর্তন করে www.mcqacademy.com এই নাম রাখতে।এর উত্তম সমাধান হল ৩০১ রিডাইরেক্ট (301 redirect) ফলে কেউ www.mcqacademy.com এই ঠিকানা টাইপ করে এন্টার দিলে চলে যাবে www.mcqacademy.com এই ঠিকানায় (সাইটে) *এবার নতুন সাইটের মত গুগলে এই নতুন URL যোগ করে ভেরিফাই করতে হবে। ৩০১ রিডাইরেক্ট টিউটোরিয়াল ৩০১ রিডাইরেক্ট একটা গুরত্বপূর্ন জিনিস সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে।৩০১ একটা কোড এর অর্থ স্থায়ী রিডাইরেক্ট (Permanent redirect).একটা সাইটের যদি দুটি ডোমেইন নাম থাকে অথবা একটা পেজের যদি দুটি বা আরও বেশি ঠিকানা থাকে তাহলে গুগল এখানে সব ঠিকানাগুলিকে আলাদা আলাদা ধরবে।এরফলে সার্চ রেজাল্টে এর বিরুপ প্রভাব পড়বে কারন ডুপ্লিকেট কনটেন্ট।সবচেয়ে মারাত্নক হচ্ছে সব সাইটের দুটি করে অটোমেটিক ঠিকানা হয়ে যায় যেমন www.mcqacademy.com এবং webcoachbd.com যদিও এখানে সাইট একটি কিন্তু গুগল এখানে দুটি সাইট মনে করে তাই এখানে এই রিডাইরেকশন করা জরুরী।হয় আপনি webcoachbd.com থেকে রিডাইরেক্ট করে www.mcqacademy.com এ করে দেন নাহয় এর উল্টোটা করেন অর্থ্যাৎ একটা ঠিকানা রাখুন।এটা htaccess ফাইল দিয়ে করা যায় সিপ্যানেল থেকেও করা যায়।নিচে webcoachbd.com টাইপ করলে www.mcqacademy.com এ চলে যাবে (৩০১ রিডাইরেক্ট হবে) এই পদ্ধতিটি দেখানো হল- htaccess ফাইল দিয়ে Options +FollowSymLinks RewriteEngine On RewriteCond %{HTTP_HOST} ^webcoachbd\.com$ [NC] RewriteRule ^(.*)$ http:// www.mcqacademy.com/$1 [L R=301] শুধু এই কোডটি পরীক্ষিত নিচেরগুলি পরীক্ষা করে দেখিনি যদি চান www.mcqacademy.com টাইপ করলে webcoachbd.com এ যাবে তাহলে #Options +FollowSymlinks RewriteEngine On RewriteCond %{http_host} ^www.webcoachbd.com RewriteRule ^(.*) http://webcoachbd.com/$1 [R=301 L] যদি www.netcoachbd.com এটি আপনার ডোমেইন নাম আগে ছিল এখন চাচ্ছেন নতুন ডোমেইনwww.mcqacademy.com কিনবেন এবং এখানে রিডাইরেক্ট হয়ে আসবে (পুরোনোটা টাইপ করলে)তাহলে #Options +FollowSymLinks RewriteEngine on RewriteCond %{HTTP_HOST} ^www.netcoachbd.com$[OR] RewriteCond %{HTTP_HOST} ^netcoachbd.com$ RewriteRule ^(.*)$ http://www.webcoachbd.com/$1 [R=301 L]

READ This POst