SEE THIS POST

Thursday, April 30, 2015

SEO Tutorial Bangla: 12

Google page rank: ওয়েবে একটা পেজ কত গুরত্বপূর্ন এবং এটার যথাযথ কর্তৃপক্ষ আছে কিনা এবিষয়গুলির উপর ভিত্তি করে গুগল পেজ র্যাং ক দেয়।সংক্ষেপে পেজ র্যাংক হচ্ছে একটা পেজের জন্য ভোট যে ভোট দিবে ওয়েবে থাকা অন্য পেজগুলি। *পেজর্যাং ক প্রকাশের জন্য ০ থেকে ১০ পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়। *কোন সাইটের (পেজের)পেজর্যাং ক ১০ হলে বুঝতে হবে সেই সাইটকে গুগল সর্বোচ্চ গুরত্ব দিচ্ছে। *পেজর্যাং ক গুগল ৩/৪ মাস পরপর বিবেচনা করে অর্থ্যাৎ ৩/৪ মাস পরপর একটা সাইটের পেজর্যাং ক পরিবর্তন হয়। *ফেসবুকের বর্তমান পেজর্যাং ক ১০ ইত্তেফাক এর ওয়েবসাইটের পেজর্যাং ক ৪ কালের কন্ঠ ওয়েবসাইটের পেজর্যাং ক ৪ ইয়াহুর পেজর্যাং ক ৯ *বিভিন্ন সাইট আছে যেখানে যেকোন সাইটের URL টাইপ করে এন্টার দিলেই পেজর্যাং ক দেখাবে (http://www.prchecker.info/check_page_rank.php) এছাড়াwww.toolbar.google.com থেকে গুগল টুলবার ডাউনলোড করে ব্রাউজারে এনাবল রাখতে পারেন।গুগল টুলবারে একটা সাদাখন্ড আছে যেখানে সবুজ কালি এবং সংখ্যা দিয়ে পেজর্যাং ক দেখায়। * .gov এবং .edu এ সাইটগুলি গুগলের কাছে খুব গুরত্বপূর্ন এসব সাইটে লিংক নিতে পারলে এটা আপনার সাইটের জন্য প্লাস পয়েন্ট। * "nofollow" সাইটে লিংক দিলে গুগল এটা গগনা করেনা।"nofollow" "dofollow" বিষয়ে ব্লগ ফোরাম টিউটোরিয়ালে বিস্তারিত আছে একটা ওয়েব পেজে যদি অন্য আরেকটা ওয়েব পেজের লিংক থাকে তাহলে অন্য এই পেজটির জন্য এটা একটা ভোট।আরও সহজভাবে বলি w3schools.com এ webcoachbd.com এর একটা লিংক থাকে তাহলে mcqacademy.com একটা ভোট পেল।এভাবে mcqacademy.com এই লিংকটা যতগুলি ওয়েবসাইটে থাকবে গুগল সেগুলি বিবেচনা করে সিদ্ধান্ত নিবে mcqacademy.com সাইটটি কত গুরত্বপূর্ন। তবে গুগল সব সাইটের লিংক গগনা করেনা।পেজ র্যাং ক ০ এরুপ হাজারটা সাইটে আপনার সাইটের হাজারটা লিংক থাকলেও আপনার পেজ র্যাং ক বাড়বেনা।আর যদি পেজর্যাং ক ৬ এরুপ কোন একটা সাইটে যদি আপনার সাইটের লিংক থাকে তাহলে একবারে আপনার পেজর্যাং ক হয়ে যাবে ৫। তবে পেজর্যাং ক খুব গুরত্বপূর্ন কোন বিষয় নয়।পেজর্যাং কের কারনে সার্চ ইন্জিন রেজাল্ট পেজে (SERP) কোন প্রভাব পরেনা।পেজর্যাংজক ০ এমন সাইটও গুগলের প্রথম পেজে থাকতে পারে অপরদিকে বেশি পেজর্যাং কওয়ালা কোন সাইট গুগলের প্রথম পেজে নাও থাকতে পারে যদিও ওয়েবসাইটদুটি একই ধরনের এবং একই কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়েছে।তাই আপনার সাইটের পেজর্যাং ক না পেলে চিন্তিত হবার কোন কারন নেই।এমন অনেক সাইট আছে যাদের পেজর্যাং ক অনেক ৩ ৪ ৫ অথচ এই সাইটগুলি দেখলে আপনি হাসবেন কারন ভিতরে কিছুই নেই শুধু অনেক সাইটে এই সাইটের লিংক আছে।পেজর্যাং ক নিয়ে গুগলকে মেইল তাদের ফোরামে লেখালেখিও অনেক হয়েছে।যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যায়।এমনকি ২০০৯ সালে গুগল ওয়েবমাস্টার টুল থেকে পেজর্যাং ক বিষয়টি সরিয়ে ফেলা হয়েছে।এছাড়া গুগলের পেজর্যাং ক এর সমীকরনটিতেও যেসব প্যারামিটার আছে তা আসলে ইনকামিং লিংকের উপর ভিত্তি করেই।(অন্য সাইটে আপনার সাইটের লিংক থাকলে সেটা ইনকামিং লিংক) * তবে কোন কোন SEO এক্সপার্ট বলেন যে পেজ র্যাং ক এর কিছু প্রভাব আছে আর একটা কথা আপনার সাইট যদি বেশি পেজর্যাং কওয়ালা হয় আর আপনি যদি এর থেকে কম পেজর্যািকওয়ালা সাইটের লিংক আপনার সাইটে দেন তাহলে আপনার পেজ র্যাং ক কমবে বা সেই সাইটটির সাথে ভাগাভাগি হবে।অর্থ্যাৎ আউটবাউন্ড লিংক দেয়ার সময় সতর্ক থাকতে হবে।

READ This POst